শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিয়েছে -হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নির্বাচনকে বিতর্কিত করার কৌশল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল সোমবার ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শুরুই হয়নি। এর মধ্যে অভিযোগের অভাব  নেই। প্রশাসনিক ও নির্বাচন কমিশনের অবস্থান নাকি সমান্তরাল নয়। আসলে ভোটাররা যাতে নির্বাচন কেন্দ্রে যেতে না পারে এর জন্য নতুন কৌশল হাতে নিয়েছে বিএনপিবিএনপি জানে জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তাই তারা কৌশল হাতে নিয়েছে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার।
দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনের ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হানিফ বলেন, সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নতুন কৌশল হাতে নিয়েছে। আর এটা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। কোনো ধরনের অশুভ শক্তি যাতে এই নির্বাচনে হাত দিতে না পারে তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
স্মরণসভায় মেয়র হানিফের স্মৃতিচারণ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় হানিফ ভাই ছিলেন একজন ‘নিরেট’ ভালো মানুষ। তিনি কখনো সন্ত্রাসী চাঁদাবাজদের প্রশ্রয় দিতেন না। আজকে আমাদের দলের ভাবমর্যাদা নষ্ট হয় এমন কাউকে প্রশ্রয় না দিলেই হানিফ ভাইয়ের আত্মা শান্তি পাবে। দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের সম্পৃক্ত করা যাবে না।
স্মরণসভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ  খোকন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন