বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আকস্মিক সয়লাব অর্ধশতাধিক গ্রাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

বেলুচিস্তান থেকে আকস্মিক বন্যা প্রবেশের পর পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৩০টিরও বেশি গ্রাম ডুবে গেছে। এ নিয়ে প্রদেশটিতে ৫০টিরও বেশি গ্রাম আকস্মিক বন্যায় তলিয়ে গেছে। জানা যায়, বেলুচিস্তানে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যা অব্যাহত থাকায় বন্যার পানির দ্বিতীয় স্রোত পার্শ্ববর্তী কাম্বার-শাহদাদকোট জেলা এবং দাদু জেলার কাচো পাহাড়ী অঞ্চলে প্রবেশ করেছে, ফলে বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কচোতে আরও ৩০টি গ্রাম ও সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পাহাড়ি অঞ্চলের মোট ডুবে যাওয়া গ্রামের সংখ্যা ৫০ ছুঁয়েছে। দুর্গত এলাকার মানুষ জীবন বাঁচাতে পাহাড় ও প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। বন্যা কবলিত গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা চিকিৎসা সহায়তা না পেয়ে অসুস্থ হয়ে মারা যান। বিশেষ করে বেলুচিস্তানে এই বছর বর্ষা মৌসুমে অপ্রত্যাশিতভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে যে, ভারী বর্ষণ ও বন্যায় বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরও ১৯ জন মারা গেছে এবং আরও শত শত লোক আটকা পড়েছে। ডন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন