শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্ল্যাটফর্ম গড়তে আরও দুই দলের সাথে বিএনপির সংলাপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৯:২৩ পিএম

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে ‘বৃহত্তর’ প্ল্যাটফর্মে আন্দোলনে গড়তে ২০ দলীয় জোটের আরো দুই শরিক বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দলের সাথে সংলাপ করেছে বিএনপি। এ নিয়ে জোটের মোট ১২ টি দল তথা ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ(ডিএল) এর সাথে সংলাপ শেষ করলো দলটি।

গত ২৪ মে থেকে বিএনপি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করে। ২০ দলীয় জোটের বাইরে বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন এর সাথে সংলাপ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব সংলাপে দলের নেতৃত্ব দেন।

রোববার (৩১ জুলাই) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ ও মহাসচিব সৈয়দ মাহবুব মোর্শেদ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব রফিকুল ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দুইটি সংলাপ ছিলেন।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছি তার অংশ হিসেবে আমরা আজকে তিনটি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা এই সরকারের সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলন গড়ে তুলতে একমত হয়েছি।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন