ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় মহেশপুর উপজেলার জুলুলী গ্রাম হতে গতকাল বুধবার ১৮ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এর মধ্যে ১০ জন পুরুষ, দুই জন শিশু ও ৬ জন নারী রয়েছে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মো. তারেকের গতকাল দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৬টার দিকে মহশেপুর ৫৮ ব্যাটালয়িনের অধিনস্ত মাটিলা বিওপির টহল দল জলুলী গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বরিশালের উজিরপুরের জামবাড়ি গ্রামের বীনা মজুমদার, কয়ো মজুমদার, জয় মজুমদার, কালবিলা গ্রামের নগিম মজুমদার, গোপালগঞ্জের সাতপাড়া গ্রামের মৃনাল কীত্তনীয়া, প্রভাতী কীত্তনীয়া, মিষ্টি কীত্তনীয়া, প্রান্ত কীত্তনীয়া, সাতক্ষিরার মিঠাবাড়ি গ্রামের তানভীর হোসেন, নড়াইলের গোবরা গ্রামের মো. আজজিুর রহমান, সুনামগঞ্জের রসুলগঞ্জের মো. সুজন মিয়া, শার্শার অগ্রভুলোট গ্রামের নাওয়াজ শরীফ, যশোরের নওয়াপাড়ার দিয়াপাড়া গ্রামের মো. শরীফ, শার্শার গোগা গ্রামের মো. রইচ মোল্লা, ডুমুরিয়ার খামারবাটি গ্রামের প্রসেঞ্জিত হালদার, খুলনার খালিশপুরের গোয়ালপাড়া গ্রামের আশরাফুল ইসলাম, আফ্রিদী ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বিল্লাল ফকির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন