শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

উচ্চ আদালতে সরকারের পক্ষে আইনি লড়াইকারী সহকারি অ্যাটর্নি জেনারেল (এএজি) অ্যাডভোকেট মারুফা আক্তারকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের আদেশে ফারুফাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১৯ অক্টোবর ৯ সলিসিটর/ ২০০৯-৮৬ নং স্মারকে নিয়োগ দেয়া হয়। ওই নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়া হলো। কিন্তু কি কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে-বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। জানা গেছে, মারুফা আক্তারের বিরুদ্ধে ‘অসদাচরণ’র অভিযোগ আনা হয়েছে। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিফ অব আর্মি স্টাফের স্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন। যা ‘গুরুতর অসদাচরণ’ হিসেবে পরিগণিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন