রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ৯২ কোটির সম্পত্তি ১৯ কোটিতে নিলাম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার বিরুদ্ধে। একটি সূত্রে জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স অ্যান্ড ভিআইপি রাইস মিল ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন করে ৯২ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখা সকল কাগজপত্র যাচাই-বাছাই করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে। ভিআইপি রাইস মিল সময়মতো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার বিশিষ্ট চাল ব্যাবসায়ী আব্দুল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের নামে মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রি করে। ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলামের রহস্য কী? বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন। রিটে হাইকোর্ট নিলামের সকল কার্যক্রম স্থগিত করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কিস্তি করে দিয়েছে। জানা যায়, ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখা গত ২৪ মার্চ নিলাম করে। উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ নিলামের সকল কার্যক্রম স্থগিত করে। এর ফলে শফিকুল ইসলামের মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে।

চাল রশিদের ব্যাংক কর্তৃপক্ষের সাথে গোপন যোগসাজসে পানির দরে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা রুখে দিয়েছে উচ্চ আদালত। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে রাতারাতি পথে বসিয়ে চাল রশিদের এমন আচরণে ক্ষুব্ধ আইলচারা, খাজানগরসহ কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন