শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ৮ কবর থেকে কঙ্কাল চুরি

সত্যতা পেয়েছে পুলিশ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পীরডাঙ্গী কবরস্থানে ১৭টি কবর থেকে লাশের কঙ্কাল চুরি মামলা তদন্তের প্রথম ধাপে গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরগুলো খুঁড়ে মোট ৮ টি কঙ্কাল চুরি যাওয়ার সত্যতা পেয়েছে পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে মামলা হয়েছিল থানায়, আদালতের অনুমোদন সাপেক্ষে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে তদন্ত করা হয়েছে। ১৭টি কবর খুঁড়ে দেখা গেছে ৮টি কবরের মধ্যে কঙ্কাল পাওয়া যায়নি, বাকিগুলোতে আছে।
থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগের উপস্থিতিতে পুলিশ কবরগুলো খুঁড়ে ৮টি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে নিশ্চিত হয়েছে তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত এ ব্যাপারে কোন কিছু বলতে পারেননি। উল্লেখ্য, পীরডাঙ্গী কবরস্থানের প্রায় ১৭টি পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন