শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শাহবাগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর শাহবাগে গতকাল শনিবার ভাসমান মাদকসেবির ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রকি নামে অপর একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হতাহতরাও ফুটপাতের বাসিন্দা এবং নিজেরাও মাদকসেবি। গতকাল বিকেলে জাতীয় ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তা সংলগ্ন ফুটপাতে নিজেদের মধ্যে মারামারির সময় এ ঘটনা ।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ভাসমান দুই মাদকাসক্ত জাতীয় ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তা সংলগ্ন ফুটপাতে মারামারি করে। পরে অপর এক মাদকসেবকের ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত রকিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো বলেন, আহত রকি একবার বলছেন নিহতের নাম সুমন। আবার বলছেন জয়নাল। বেশ কয়েকটা নাম আমাদের জানিয়েছেন। তবে এটুকু নিশ্চিত তারা ভাসমান এবং রাস্তায় প্রকাশ্যে মাদক সেবন করে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন