বাংলাদেশ ব্যাংক ও সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল এন্ড ফাইনান্স লিমিটেড (সিভিসিএফএল)-এর মধ্যে কৃষিভিত্তিক পণ্যের প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন স্কিম, স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিম এবং কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস কে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, এবং বিশেষ অতিথি ছিলেন মো. আবদুর রহিম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল এন্ড ফাইনান্স লিমিটেড (সিভিসিএফএল) এবং স্বপন কুমার রায়, জেনারেল ম্যানেজার, এসএম ই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ, বাংলাদেশ ব্যাংক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংক ও সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল এন্ড ফাইনান্স লিমিটেড (সিভিসিএফএল)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন