চট্টগ্রাম বায়েজিদ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আজ সোমবার দিনরাত ব্যাপী শোহাদায়ে কারবালা স্মরণে ৭০তম পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হবে। দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে যোহর খতমে কুরআনে করিম ও পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায়, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা। কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তক্বরির মোবারক, মিলাদ-কিয়াম, মোনাজাত ও তরিক্বতের নির্দিষ্ট তারতীবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন