গুলিস্তান-গাজীপুর পরিবহনের একটি বাসে এক লাখ টাকা পাওয়া গেছে। পাওনা টাকার প্রকৃত মালিককে খুঁজছে ঢাকার উত্তরা পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান , গতকাল বৃহস্পতিবার মো. ফারুক নামে এক যাত্রী থানায় গিয়ে এক লাখ টাকা জমা দেন। এ সময় তিনি জানান, বোর্ডবাজার থেকে গুলিস্তান-গাজীপুর পরিবহনের একটি বাসে ঢাকায় আসার পথে এই টাকা পেয়েছেন। মো. ফারুক আদর্শ নাগরিক হিসেবে সততার পরিচয় দিয়ে প্রকৃত মালিকের জন্য এই টাকা থানায় জমা দিয়েছেন। এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কুড়িয়ে পাওয়া এই টাকা উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। টাকার প্রকৃত মালিককে যথাযথ প্রমাণ উপস্থাপন করে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন