জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথে পণ্য পরিবহন ভাড়া ১৫ থেকে সর্বোচ্চ ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক সভা শেষে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। সংস্থার আহ্বায়ক মো. নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-বরিশাল ও চাঁদপুর গন্তব্যে আগের ভাড়ার ওপর ২২ শতাংশ যুক্ত হবে। দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার ওপর ১৫ শতাংশ যুক্ত হবে। লোকাল গন্তব্যে আপাতত বিবেচনাধীন থাকবে। এক মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেয়া হবে। এ বর্ধিত ভাড়া গত ৬ আগস্ট থেকে কার্যকর হবে। সরকার জ্বালানি তেলের মূল্য কমালে আনুপাতিক হারে সমন্বয়কৃত এই পরিবহন দর হ্রাস করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন