শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আগস্ট আসলেই বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়

কালকিনিতে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আগস্ট মাসে জিয়াউর রহমান ও মোস্তাক গংরা জাতির পিতা ও তার পরিবারের লোকজনদের যেভাবে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে পৃথিবীতে এমন নৃশংসতা হয়েছে কিনা জানিনা। বিএনপি জামায়াত হল খুনির দল।’

গতকাল শুক্রবার সকালে কালকিনির নিজ বাসভবনে উপস্থিত স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বিএনপি জামায়াতকে অপশক্তি আখ্যায়িত করে আরো বলেন, ‘এই অপশক্তিরা আন্দোলন সংগ্রামের নামে নানাভাবে অপপ্রচার ও মিথ্যাচার করে দেশের মানুষদের বিভ্রান্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেহেতু বিএনপি জামায়াতের অপপ্রচার ও মিথ্যাচারে সায় দেয়না এবং তাদের সমর্থন করেনা বিধায় তারা আন্দোলনের ডাক দিলে জনগণ জনস্বার্থেই তাদের প্রত্যাখ্যান করছে।’ এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন