সিরিয়ার বার্তা সংস্থা সানা গতকাল (শনিবার) জানায়, এদিন সেদেশের উত্তরাঞ্চল থেকে তেল চুরি করে মার্কিন বাহিনী ইরাকে পাঠিয়েছে।
জানা গেছে, মার্কিন বাহিনী ৮৯টি তেলের ট্যাংক নিয়ে গঠিত একটি বহর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাঠায়। তার আগে গত ১১ আগস্ট একইভাবে মার্কিন বাহিনী ১৪৪টি তেলের ট্যাংক ইরাকে পাঠিয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ৩৭টি ট্যাংকারে করে অবৈধ ক্রসিং পয়েন্ট ‘আল ওয়ালিদ’ দিয়ে বিপুল পরিমাণ তেল পাচার করেছে আমেরিকানরা। তার আগেও বিপুল পরিমাণ তেল ও গম চুরি করে নিয়ে গেছে মার্কিন বাহিনী।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া সরকার অনেক বার মার্কিন বাহিনীর বিরুদ্ধে সেদেশের উত্তরাঞ্চলে তেল চুরি এবং স্থানান্তরের অভিযোগ করে আসছে। সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে। সূত্র: সিআরআই।
মন্তব্য করুন