যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইতিহাসে প্রথম কোনো নারী কমান্ডিং জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল লরা জে. রিচার্ডসন। এই নারী জেনারেলের অধীনে থাকবেন ৭ লাখ ৭৬ হাজার সেনা ও ৯৬ হাজার বেসামরিক লোকজন। যুক্তরাষ্ট্রভিত্তিক স¤প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে যোগ দেন রিচার্ডসন। ২০১২ সালে তিনি প্রথম অশ্বারোহী বাহিনীর (আমেরিকান’স ফার্স্ট টিম হিসেবে পরিচিত) প্রথম নারী ডেপুটি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে জেনারেল বরার্ট বি. আব্রামসের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ পান সাবেক বৈমানিক রিচার্ডসন। সিএনএন।
মন্তব্য করুন