শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নির্মূলের দাবিতে রূপগঞ্জে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

গতকাল সকালে একতা সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার আল ইমরান হিফজুল কুরআন মাদরাসা মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
সমাজ সেবক এইচএম ইমরানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য খোকন মিয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ ভূঁইয়া, লোকমান দেওয়ান, আল-আমীন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক আতিকুর রহমান মঈন, গিয়াস উদ্দিন মোল্লা, আলিনুর বেপারী, শুক্কুর হাওলাদার, ছাত্রলীগ নেতা নিশাত মোল্লা, সোহান ভূঁইয়া রাফি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন