রাজধানীর কদমতলী এলাকায় লোহার প্লেট নিয়ে যাওয়ার সময় চাপা পড়ে আমির হোসেন (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমির হোসেনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা সহকর্মী মনির সাংবাদিকদের বলেন, হাসান ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আমির হোসেন। গতকাল সকালে লোহার প্লেট মাথায় করে নিয়ে ভেতরে ঢোকার সময় পা পিছলে ওই প্লেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন