কর্পোরেট রিপোর্টার : দেশ থেকে বাইরে যাওয়া রেমিট্যান্স আবার ফেরত এলে অথবা বিদেশ থেকে আসা রেমিট্যান্স আবার ফেরত গেলে সেই তথ্য আলাদাভাবে উল্লেখ করে নির্দিষ্ট ফরম পূরণ করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এ লক্ষ্যে নতুন ফরম সংযুক্ত করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ। সোমবার বিদেশি মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, যথাযথভাবে ইস্যুকৃত সি-ফরম ও টিএম ফরমের ওপরে ডান দিকে যথাক্রমে ‘ইনওয়ার্ড আইডি’ ও ‘টিএম আইডি’ শিরোনামে অনলাইন থেকে প্রাপ্ত ‘ট্রানজেকশন আইডি’ সন্নিবেশিত করার নির্দেশনা দেয়া হলো। প্রাথমিকভাবে দেশের বাইরে যাওয়া রেমিট্যান্স পরবর্তী সময়ে দেশে আনা হলে অথবা বিদেশ থেকে আসা রেমিট্যান্স পরবর্তী সময়ে ফেরত পাঠানো হলে অনলাইন ইনওয়ার্ড রেমিট্যান্স মনিটরিং সিস্টেমে নির্দেশিত ‘আউটওয়ার্ড রেফারেন্স’ শিরোনামে এবং অনলাইন টিএম ফরম মনিটরিং সিস্টেমে নির্দেশিত ‘ইনওয়ার্ড রেফারেন্স’ শিরোনামে এবং সংযোজিত হার্ড কপি সি-ফরমের নমুনায় নির্দিষ্ট ঘর পূরণ করার নির্দেশনা দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন