শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডলারের বিপরীতে ১ মাসে ইউরো ও স্টার্লিংয়ের মান সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরো এবং ব্রিটেনের পাউন্ড স্টার্লিংয়ের মান কমেছে। আবারও সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে বিনিয়োগকারীরা ধরে নিচ্ছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসন্ন। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। এতে ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার দরপতন ঘটছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৬৯তে গিয়ে পৌঁছেছে। গত ১৮ জুলাইয়ের পর যা সর্বোচ্চ। চলতি সপ্তাহে ডলারের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। এদিন প্রতি ইউরো বিক্রি হয়েছে ১ দশমিক ০০৮৪ ডলারে।
গত ১৫ জুলাইয়ের পর যা সর্বনিম্ন। একই দিনে মার্কিন মুদ্রার বিরুদ্ধে ব্রিটিশ মুদ্রা দর হারিয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি স্টার্লিং বিকিয়েছে ১ দশমিক ১৮৮২ ডলারে। গত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন। আগামী সেপ্টেম্বরে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানে ৫০ বা ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধি করা হতে পারে। এ ইঙ্গিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কালো মেঘ আরও ঘণীভূত হয়েছে।
এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের বিপরীতে অন্যান্য প্রধান মুদ্রার মূল্যমান হ্রাস পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন