হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে থমকে গেছে চা শিল্প। এর প্রভাব পড়েছে দেশের সব চা বাগনগুলোতে। ধর্মঘটের জেরে বাগান থেকে তোলা সম্ভব হয়নি চা-পাতা। বাগানেই পড়ে নষ্ট হচ্ছে। ফলে এখন বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন বাগান মালিকরা।
এদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা কাঞ্চন পাত্র জানান, চা শ্রমিকদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বাগানগুলো। শ্রমিক আন্দোলনের ফলে ফ্যাক্টরিগুলোতে মেশিন বন্ধ থাকায় পচে গেছে উত্তোলিত প্রায় ১০ লাখ কেজি কাঁচা চা পাতা।
কাঞ্চন পাত্র বলেন, এখন তো পূর্ণ মৌসুম। বছরের ভরা মৌসুম এটি। জেলার ২৪টি চা বাগানে প্রায় ১০ লাখ কেজি কাঁচা চা পাতা পচে গেছে। প্রতি ছয় কেজি কাঁচা পাতায় এক কেজি চা উৎপাদন হয়। প্রতি কেজি চা ২৫০ টাকায় বিক্রি হয়। এ হিসেবে বাগানগুলোর কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন