দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের সাথে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংক গঠিত গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড রপ্তানিমুখী তৈরি পোশাক ও চামড়া খাতের টেকসই প্রবৃদ্ধিকে গতিশীল করে দেশে সবুজ অর্থনীতি রূপান্তরে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস.কে.) সুর চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম আরা খানম ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন