বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মিল মালিকদের কাছে চাল মজুতের তথ্য চেয়েছে কমিশন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কোন মিল মালিকের কাছে কত পরিমাণ চাল মজুত আছে সেই হিসাব বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল রোববার প্রতিযোগিতা কমিশনের আয়োজিত ‘দেশের বাজারে অস্বাভাবিক হারে চালের মূল্যবৃদ্ধি ও সরবরাহে কারসাজি’ বিষয়ক মতবিনিময় সভায় তাদের এ তথ্য দেওয়ার জন্য বলা হয়। কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলাম।
সভায় চালের মূল্যের তারতম্য, সাপ্লাই চেইনের কোনো পর্যায়ে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না এ বিষয়ে আলোচনা করা হয়। জেলা উপজেলা পর্যায়ে অবৈধ মজুত নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে মর্মে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-কমিশনের সদস্য জি.এম.সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, নাসরিন বেগম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী।
এছাড়া বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন