নরসিংদী জেলার পাতিলবাড়ি রোডে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ১২৩তম শাখা “নরসিংদী শাখা”র উদ্বোধন করা হয়েছে। সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান এবং ব্যাংকের পরিচালক মো. আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সোস্যাল ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন