শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাতার বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করবে পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১০:১৭ এএম

কাতারে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।

বিশ্বকাপ আসরের সময় সহায়তা প্রদানের জন্য পাকিস্তান সেনাবাহিনী-কাতারের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা সোমবার অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। এখন দুই দেশের মধ্যে এ নিয়ে চূড়ান্ত চুক্তি হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়, কাতার সরকার বিশ্বকাপ আসরের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়াদিতে সহায়তা করার অনুরোধ করেছে এবং পাকিস্তান সেনাবাহিনী এ ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি সই করার প্রস্তাব দিয়েছে। এই চুক্তিটি কবে হবে, তা নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে কাতার সরকারের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনো তথ্য প্রদান করা হয়নি।

কাতার প্রথমবারের মতো এই বিশাল আসরের আয়োজন করেছে।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে হবে বিশ্বকাপ আসর।

বিশ্বকাপে কে কোন গ্রুপে

গ্রুপ এ : কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়ালেস
গ্রুপ সি : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
গ্রুপ ই : স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফ : বেলজিয়াম, কানাডা, মরক্সো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

সূত্র : জিও নিউজ, রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৩ আগস্ট, ২০২২, ১২:৩০ পিএম says : 0
আল্লাহ কুরআনে বলেছেন যে মুসলিমরা সর্বশ্রেষ্ঠ কেননা তারা অন্যায় কে শক্ত হাতে প্রতিহত করে এবং সৎ কাজের আদেশ দেয় | তাগুত কাতারকে সাহায্য করতে যাচ্ছে তাগুত পাকিস্তানি আর্মি |আমরা মুসলিমরা কোথায় চলে গেছি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন