মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ডিএইচএস মটরস্ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং ডিএইচএস মটরস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, নাফিস খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরের পর চুক্তিপত্র হস্তান্তর করেন। এই চুক্তির মাধ্যমে এমটিবি’র পেরোল গ্রাহকবৃন্দ, কার্ড গ্রাহকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ বিশেষ ছাড় ও সুবিধা ভোগ করবেন। অনুষ্ঠানে ডিএইচএস মটরস লিমিটেড-এর বিক্রয় বিভাগীয় প্রধান, ফারহান সামাদ হাসান, সাপ্লাই চেইন বিভাগীয় প্রধান, আরমান রশিদ, মার্কেটিং বিভাগের সহযোগী ব্যবস্থাপক, জান্নাতুল ফেরদৌস এবং এমটিবি’র হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং ডিভিশন, তারেক রিয়াজ খান, হেড অব কার্ডস্, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব পেরোল ব্যাংকিং, সুলতানা শিকদার অহনা, গ্রæপ চিফ কমিউনিকেশনস্ অফিসার, সামি আল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন