সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিজ জিম্মায় সুকন্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মায়ের কাছে গেলে ভালো থাকতে পারবো না। নিজ জিম্মায় ফিরতে চাই। আদালতে এমন স্বীকারোাক্তি দিয়েছেন রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যা। পরে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে নিজ জিম্মায় থাকার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালতে এ বিষয়ে শুনানি হয়। পরে আদেশ দেন বিচারক।

এদিকে মেয়েকে ফিরে পেতে আদালতে আবেদন করেন সুকন্যার মা নাজমা ইসলাম। এ বিষয়ে শুনানিতে সুকন্যা তার মায়ের জিম্মায় যেতে অসম্মতি জানিয়ে আদালতকে বলেন, মায়ের কাছে গেলে ভালো থাকতে পারবো না। নিজ জিম্মায় ফিরতে চাই। এর আগে সুকন্যা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার তার জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, গত ২৩ জুন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন সুকন্যা। দুই মাসেও তার খোঁজ পাচ্ছিল না পরিবার। এ ঘটনায় সুকন্যার মা বাদী হয়ে অপহরণের অভিযোগে মামলা করেন। এ মামলায় সুকন্যার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন