বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ফিলিস্তিনিকে মুক্ত করায় অটল প্রতিরোধ আন্দোলনগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা। গত বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। ইসলামি জিহাদ নেতা বলেন, শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে ইসলামি জিহাদ ও হামাসসহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যোমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের নিষ্ক্রিয় ভূমিকার কারণে গোটা পশ্চিম তীর অবৈধ বসতিতে ভরে ফেলা হয়েছে। তিনি যেকোনো মূল্যে দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন