সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ স্কটল্যান্ডে ষষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের উদ্বোধনী প্লেনারি সেশনে অংশ নিয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে তিন দিনব্যাপী ‘কালচার অ্যান্ড অ্যা সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক এ সামিটের উদ্বোধনী সেশনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যক্তির সঙ্গে দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন। ২৬ আগস্ট শুরু হওয়া এ কালচারাল সামিট শেষ হবে আগামী ২৮ আগস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন