দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাদের বাগিতে আওয়ামী লীগ ও দুষ্কৃতিকারীদের বর্বরোচিত ও নিষ্ঠুর হামলার প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা গতকাল এক বিবৃতিতে বলেন, ফেনীর দাগণভুঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুরে বিএনপির প্রকাশনা সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, যশোরে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়ি এবং গাড়িবহরে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদেও বাড়িতে এবং দলীয় কার্যালয়ে হামলা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এনপিপি এসব বর্বরোচিত ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এদিকে পৃথক বিবৃতিতে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত এক বিবৃতিতে বিএনপির কর্মসূচিতে এবং কেন্দ্রীয় নেতাদের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন