ইনকিলাব ডেস্ক : সিরিয়ার শাসক বাশার আল-আসাদকে তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া কোনোভাবেই ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না হুঁশিয়ারি দিয়েছেন সউদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর। গত রবিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসাদের মধ্যপ্রাচ্যের পরম মিত্র ইরান তাকে বাঁচাতে চেষ্টার ত্রুটি করেনি। গোপনে সন্ত্রাসী মদদ দিয়েও ব্যর্থ হয়েছে। এবার রক্ষকের ভূমিকায় উপনীত রাশিয়াও ব্যর্থ হয়ে লেজ গুটাতে বাধ্য হবে। তিান আরো বলেন, এটা শুধু সময়ের ব্যাপার। আসাদের পতন হবেই। তাকে ছাড়াই গঠিত হবে সিরিয়ার নতুন সরকার। তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, মস্কো সিরিয়ায় জঙ্গীদের দমনের কথা বলে আলেপ্পোয় মধ্যপন্থী বিদ্রোহীদের ওপর বর্বরতর হামলা চালাচ্ছে। তারা মূলত আসাদের স্বার্থ রক্ষা করতেই গত সেপ্টেম্বর থেকে এ নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। এ অমানবিক হামলার পরিণামে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে আসাদ বাহিনী। কিন্তু প্রায় ৩ লাখ নিরীহ মানুষ হত্যাকারী আসাদ কোনোভাবেই বেশি দিন ক্ষমতার গদি আঁকড়ে থাকতে পারবে না। গত শুক্রবার মস্কো এবং ওয়াশিংটনের সহযোগতিায় গঠিত হয় ১৭টি দেশ নিয়ে গঠিত সিরীয় সমর্থক গোষ্ঠী। নিজেদের বৈরিতার অবসান ঘটিয়ে এক সপ্তাহের মধ্যে অবরুদ্ধ অঞ্চলে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। জুবাইর এ সিদ্ধান্তের প্রতি পুতিনকে শ্রদ্ধা দেখাতে অনুরোধ জানিয়েছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন