কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধাসংক্রান্ত বিধিবিধান জারি করেছে। দেশের অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও ডেভেলপার বিদেশি ঋণ নিতে পারবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা অন্যান্য খাতের মতো অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে মুনাফা সহজে বিদেশি প্রত্যাবাসন করতে পারবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) এলাকার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের পূর্বানুমতিতে বহিঃঋণ সুবিধা গ্রহণ করতে পারে। এখন থেকে অর্থনৈতিক জোনের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠানগুলোও অনুরূপ সুবিধা পাবে। অর্থনৈতিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও মুনাফা ও বিনিয়োগ বিদেশে প্রত্যাবাসন করতে পারবে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে ইপিজেডের ‘বি’ টাইপের প্রতিষ্ঠান মেশিনারি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে বৈদেশিক মুদ্রা ক্রয় করতে পারে। আর এখন থেকে অর্থনৈতিক অঞ্চলের ‘সি’ টাইপ কোম্পানি অনুরূপ সুবিধা পাবে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত এ, বি ও সি টাইপভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নিয়মাবলির আলোকে অর্থনৈতিক অঞ্চলের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় স্থাপিত প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিধিবিধান সংকলন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন