ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘তারা’ নামে নারী কর্মকর্তাদের একটি প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে কর্মরত নারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ক্ষেত্রে উৎকর্ষ সাধনে সহায়তা পাবেন। ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের সবচেয়ে নারীবান্ধব ব্যাংক হিসেবে গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। ১,১৫০ জনের বেশি নারী কর্মকর্তা নিয়ে গঠিত ‘তারা’ হচ্ছে প্রাইভেট সেক্টরে নারী ব্যাংকারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে আনুষ্ঠানিকভাবে ‘তারা’ প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন। ‘তারা’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্র্যাক ব্যাংকের নারী কর্মীরা ব্যাংকের অভ্যন্তরীণ কিংবা বাইরের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। ‘তারা’ হেল্পলাইন ব্যবহারের মাধ্যমে তারা তাদের সমস্যাগুলো তুলে ধরবেন। শীঘ্রই ‘তারা’র একটি ওয়েবসাইট চালু করা হবে যেখানে নারীরা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শিক্ষা, ক্যারিয়ার, স্বাস্থ্য, চিকিৎসা, গৃহস্থালিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ পাবেন। ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী অধিকার, নারী ক্ষমতায়নে কাজ করে এবং নারীদের জন্য সহায়ক কর্মক্ষেত্র নিশ্চিত করে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন