শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ২০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২০ সেপ্টেম্বর।
গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো:আসিফুজ্জামানের আদালত এ তারিখ ধার্য করেন।ইতিমধ্যে এ মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।সর্বশেষ সাক্ষ্য দেন ওয়ান ব্যাংক ধানমন্ডি শাখার এসএভিপি গোলাম রসূল ভুইয়া।পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এ সময় ডিআইজি মিজান,তার ভাগনে আসামি মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়।তবে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোটভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত:২০১৯ সালের ২৪ জুন দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন