বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতির মুখোমুখি হবে না

রয়টার্সকে শেখ হাসিনা

রয়টার্স | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের মতো পরিস্থিতির মুখোমুখি হবে না, যদিও তার সরকার তার রিজার্ভ হ্রাস এবং আমদানি ব্যয় বৃদ্ধির মধ্যে বৈশ্বিক সংস্থাগুলির কাছ থেকে ঋণ চেয়েছে।

গতকাল সোমবার ভারত সফরের আগে সম্প্রচারিত রয়টার্সের অংশীদার এএনআই-এর সাথে একটি সাক্ষাৎকারে হাসিনা বলেন যে, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে। বাংলাদেশের ৪১৬ বিলিয়ন ডলারের অর্থনীতি বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি, কিন্তু স্ফীতিকৃত আমদানি বিলের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)সহ বৈশ্বিক সংস্থার কাছ থেকে ঋণ চাইতে বাধ্য হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমাদের ঋণ সময়মতো পরিশোধ করেছে; শ্রীলঙ্কার প্রেক্ষাপটে আমাদের ঋণের হার খুবই কম’। ‘কিছু লোক এই ইস্যুটি উত্থাপন করেছে যে, বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, তবে আমি নিশ্চিত করতে পারি যে, এটি হবে না’।

অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং কোভিড-১৯ মহামারি তার মূল পর্যটন শিল্পকে নিশ্চিহ্ন করে দেয়ার কারণে দেশটি সঙ্কটে নিমজ্জিত হওয়ার পর শ্রীলঙ্কা বৃহস্পতিবার প্রায় ২.৯ বিলিয়ন ডলারের ঋণের জন্য আইএমএফ-এর সাথে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। ভারতে তার চার দিনের সফরে শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষ এবং অন্যান্য নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Rony Miah ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ এএম says : 0
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি দল ও সরকারের নেতৃত্বে থেকে বাংলাদেশের জন্য বড় বড় অর্জনও বয়ে এনেছেন শেখ হাসিনা।
Total Reply(0)
মোঃ বুল বুল আহামেদ ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ এএম says : 0
শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক নানা সংকট নিয়ে কথা বলা এবং মতামত দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনা একজন প্রভাবশালী নেতা হিসবে প্রতিষ্ঠিত হয়েছেন।
Total Reply(0)
Aniruddha Das Kolpo ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ এএম says : 0
বাংলাদেশ এবং শ্রীলংকার মাঝে অনেক পার্থক্য। বাংলাদেশ কখনো শ্রীলংকা হতে পারে না।
Total Reply(0)
Taz Rin ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৫ এএম says : 0
শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ।
Total Reply(0)
মো বারিক ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৬ এএম says : 0
কিছু মানুষের কাজই হলো সরকারের সমালোচনা করা, উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকার।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন