শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মুফতী ইবরাহিমের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইর শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার প্রধান মুফতি ও দেশবরেণ্য ওয়ায়েজ আল্লামা ইসমাইল খাঁনের পিতা মুফতী ইবরাহিম খাঁনের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন। মেখল মাদরাসার প্রবীণ উস্তাদ ও প্রধান মুফতী আল্লামা ইবরাহিম খাঁন গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক শোক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, মুফতী ইব্রাহিম খাঁন (রহ.) ইসলামী ফিকাহ্ শাস্ত্রে দেশের একজন অন্যতম ফকীহ ছিলেন। কোরআন সুন্নাহ্ অনুসরণ অনুকরণ ও বিদআত বর্জনে তিনি ছিলেন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। ওয়াজ, নসিহত ও লেখনীর মাধ্যমে সমাজে প্রচলিত শিরক, বিদআত ও সামাজিক কুসংস্কারের মূল উৎপাটনে তিনি ছিলেন মুফতিয়ে আযম (রহ.) এর বাস্তব প্রতিচ্ছবি। তিনি হাদিসের ব্যাখ্যা, শিরক-বিদাআতসহ দরসে নেজামীর বিভিন্ন বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন