শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

বিশ্বনবী হযরত মোহাম্মদ সা.-এর জীবনপঞ্জি

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাওলানা মুহাম্মদ আবদুচ ছমদ

॥ দুই ॥
(ঙ) বিখ্যাত ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী “আল-আহকামুস সুলতানিয়া” গ্রন্থের প্রণেতা আল্লামা আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল-মাওয়াদী বিরচিত “ইলামুন নবুওয়ত” কিতাবে বলেছেন হস্তীবাহিনীর ঘটনার পঞ্চাশ দিন পর এবং তাঁর সম্মানিত পিতার ইন্তিকালের পর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবার ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন।
(চ) মিশকাত শরীফের ব্যাখ্যাকার আল্লামা ত্বীবী (রহ.) বলেন ইসলামি বিশ্বের সমগ্র ওলামায়ে কিরাম একথার উপর ঐক্যমত হয়েছেন যে, প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১২ রবিউল আউয়াল সোমবার ভূমিষ্ট হয়েছেন এটিই প্রসিদ্ধ মত। মক্কাবাসীরা ঐ তারিখ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভূমিষ্ট হওয়ার স্থান যিয়ারত করতেন।
(ছ) ইবনে আছীর বিরচিত “তারীখে কামিল” গ্রন্থে উল্লেখ আছে-রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১২ই রবিউল আউয়াল সোমবার এ পৃথিবীতে তাশরীফ আনেন।
(জ) বর্তমান যুগের বিশিষ্ট ঐতিহাসিক, মিসর আল আযহার বিশ্ববিদ্যালয়ের “আরজুন কুললিয়া উসূলুদ্দীন” বিভাগের ডীন আল্লামা মুহাম্মদ আস-সাদেক ইবরাহীম তার রচিত “মুহাম্মদ রাসূলুল্লাহ” কিতাবে বর্ণনা করেছেন অসংখ্য বর্ণনা দ্বারা একথা সুষ্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১২ রবিউল আউয়াল সোমবার হস্তী বাহিনীর বছর ন্যায়পরায়ণ বিচারক নওয়াশিরওয়া বাদশাহর শাসনামলে ভূমিষ্ট হন।
(ঝ) আল্লামা ইবনে জওযী “আল ওয়াফা লি-ইবনে জওযী” গ্রন্থে বলেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হস্তী বছর ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন।
(ঞ) হাফিজ আবুল ফাতাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে সৈয়্যদুন্ নাস শাফেঈ উনদুলসী তাঁর বিরচিত “উয়ুনুল আছর” নামক কিতাবে লিখেছেন আমাদের পথ নির্দেশক, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হস্তী বছর ১২ই রবিউল আউয়াল শরীফ সোমবার জন্ম গ্রহণ করেন। কারো মতে, হস্তীবাহিনীর ঘটনার পঞ্চশ দিন পর হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম হয়।
(ট) প্রখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ (পঞ্জিকাবিশারদ) আল্লামা সৈয়দ আবদুল কুদ্দুস তার লিখিত “তাক্বভীমে তারীখী” নামক কিতাবে লিখেছেন যে, তাঁর নিকট রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের বিশুদ্ধ তারিখ হচ্ছে ১২ই রবিউল আউয়াল।
(ঠ) আহলে হাদিসের প্রসিদ্ধ আলেম নওয়াব সৈয়দ মুহাম্মদ সিদ্দীক হাসান খান লিখেছেন যে, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জন্ম হস্তী বছর মক্কায়ে মুকাররামায় ১২ই রবিউল আউয়াল সোমবার দিন ফজর উদিত হওয়ার সময় হয়। অধিকাংশ ওলামারও একই অভিমত। ইবনে জওযী এ কথার ওপর একমত পোষণ করেছেন। (আয-যমামাতুল আনবরীয়্যাহ)
(ড) শায়খ মুহাক্কিক আবদুল হক মুহাদ্দিস দেহলভী (রহ.) “মাদারিজুন নবুওয়াত” গ্রন্থে পবিত্র মীলাদের তারিখের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, রবিউল আউয়াল মাসের ১২ তারিখই প্রসিদ্ধ ও সর্বজনবিদিত উক্তি। কতেক ওলামা এই উক্তির ওপর ঐক্যমতের দাবি করেন।
অতএব এ সমস্ত দলিল-প্রমাণাদির আলোকে হস্তী বছর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দিবসে আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জন্ম তারিখ নিদিষ্ট হওয়ার ব্যাপারে কোন সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। (বিশদ ব্যাখ্যা জানার জন্য আমার প্রাণ প্রিয় মুর্শিদ বর্তমান যুগের কলমসম্রাট আল্লামা আজিজুল হক আল-কাদেরী (ম:জি:আ:)-এর লিখিত কিতাব “মীলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” দেখুন)
জন্মের পূর্বে পিতার মৃত্যু :-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের দু’মাস পূবেই তাঁর পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আবদুল্লাহ ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া যান। পথিমধ্যে রোগাক্রান্ত হয়ে মদিনায় নানার বংশ বনী নাজ্জারে গিয়ে আশ্রয় নেন এবং সেখানেই ইন্তেকাল করেন। তার দু’মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন