শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সভাপতি বিলাল সেক্রেটারি রায়হান আলী

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছে মুহাম্মাদ রায়হান আলী। সারাদেশের সদস্যদের দেয়া প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান মুহাম্মদ মুনতাসির আলী। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।
সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে শুক্রবার কেন্দ্রীয় কমিটির ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন