বুধবার ০৯ অক্টােবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ০৫ রবিউস সানী ১৪৪৬ হজিরী

জাতীয় সংবাদ

ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর কদমতলীর দয়াগঞ্জে গতকাল শনিবার ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, কদমতলী থানার ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান সুজন ও মো. মুন্না। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ২টার দিকে দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মিলে হঠাৎ করে দেশি ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদলের এসব নেতাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন। হামলার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।
এদিকে মেডিকেল সূত্র জানায়, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আরিফুর রহমানকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে ও আশিকুর রহমান সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্না জরুরি বিভাগে চিকিৎসাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন