বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কূটনৈতিক ব্যস্ততায় এরদোগান

শস্য বোঝাই আরো সাত জাহাজ ইউক্রেন ছেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইতিমধ্যেই বলকান কয়েকটি রাষ্ট্রে সফর করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এর মধ্যে গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় সফর করেছেন তিনি। এরদোগানের পরবর্তী গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশন। আগামী ২০ সেপ্টেম্বর এরদোগান সেখানে ভাষণ দেবেন। ভাষণে তিনি বেশ কিছু জটিল বিষয় নিয়ে বিশ্বকে বার্তা দেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান গত সপ্তাহে তিনটি দেশের সাথে কয়েকটি সরকারি চুক্তি করেছেন। সামনের সপ্তাহগুলোতেও তিনি বিদেশ সফর অব্যাহত রাখবেন। এর মধ্যে তিনি উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোণ্ডঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটে অংশ নেবেন। আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের শহর সমরকন্দে রাষ্ট্রীয় পর্যায়ের এ সামিট (এসসিও) অনুষ্ঠিত হবে। সেখানে তিনি সদস্যদেশগুলোর নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। তবে সবার নজর থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে এরদোগানের বৈঠকের দিকে। এরপর সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। অপর এক খবরে বলা হয়, ইউক্রেনের বন্দর থেকে আরও সাতটি জাহাজ শস্যবোঝাই করে ছেড়ে গেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এসব খাদ্যশস্য কোনো দেশে রপ্তানি হচ্ছে তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। সম্প্রতি রাশিয়া অভিযোগ করেছে, দরিদ্র দেশগুলোর কথা বলে চুক্তি করে ইউক্রেন এখন ধনী দেশগুলোতে খাদ্যশস্য রপ্তানি করছে। উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই ইস্তাম্বুলে শস্য রপ্তানি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। এর পর থেকে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কের নির্দিষ্ট করিডর দিয়ে ইউক্রেন থেকে শস্যবোঝাই জাহাজ চলাচল শুরু করে। গত ১ আগস্ট প্রথম শস্যবোঝাই জাহাজটি ইউক্রেনের বন্দর ত্যাগ করে। এ পর্যন্ত ১২০টি জাহাজে করে ইউক্রেন ২৫০ লাখ টন শস্য রপ্তানি করেছে। ডেইলি সাবাহ, আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন