বিজয় দিবসের পর নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের সংলাপের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। প্রেসিডেন্টের কাছে হস্তান্তরের জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাবাবলী সকালে বঙ্গভবনে পৌঁছিয়ে দেয়ার পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে যে, তিনি আলোচনা শুরু করবেন। ইউ মাস্ট ফোর্স অব দ্যা বেষ্ট। আমরা সবচেয়ে ভালো জিনিসটা আশা করব।”
প্রেসিডেন্টের এই উদ্যোগ থেকে আমরা পজেটিভ রেজাল্ট আশা করছি। সকাল ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল মাইনুর রহমানের কাছে মহাসচিবের একটি চিঠি ও বেগম খালেদা জিয়ার প্রস্তাবাবলীর কপি পৌঁছিয়ে দেন।
নয়া পল্টনে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সবসময়ই আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে রাজনৈতিক মীমাংসায় পৌঁছাতে বিশ্বাস করি। সেই কারণেই বেগম খালেদা জিয়া এই প্রস্তাবনা দিয়েছেন। আমরা আশা করি,
প্রেসিডেন্ট যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগ গ্রহণ করে সফল হবেন এবং সমস্ত রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে তিনি (প্রেসিডেন্ট) সক্ষম হবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন