শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় শিশুসহ আহত ৪

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পদ্মা সেতুতে একটি প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে প্রাইভেটকারটির দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ড্রাইভারসহ একই পরিবারের ৪জন। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। গতকাল বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪১ থেকে ৪২ নম্বর পিয়ারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ কারণে ৩০ মিনিট সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আশরাফ ইনকিলাবকে জানান, সেতুতে প্রাইভেটকারের পেছন দিয়ে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস এতে প্রাইভেটকারে থাকা ড্রাইভারসহ পরিবারের ৪ জন আহত হয়েছে। এদের মধ্য একটি বাচ্চা গুরুতর আহতে হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা (বিবিএ) তাদের উদ্ধার করে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন