বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পরিচালক হলেন ডা. সোহেলা আক্তার

জার্মানীতে রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল এক বছর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো.মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় একই শর্তে চলতি বছরের আগামী ২৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে একই পদে সরকারি চাকরি আইন ২০১৮ এর-৪৯ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক ডা. সোহেলা আক্তারকে চুক্তিভিত্তিক পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী এক বছর পাঁচ মাস মেয়াদে তাকে চুক্তিভিক্তি নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োজিত মূখ্য বৈজ্ঞানিক ডা. সোহেলা আক্তারকে আজ থেকে অবশিষ্ট মেয়াদ ২০২৪ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন