নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি অপারেশন দল মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে ‘এমভি প্রিন্স অব রাসেল-১’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২০ হাজার কেজি (৫০০ মণ) অবৈধ জাটকা গজারিয়া থেকে আটক করে।
গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্টগার্ড স্টেশন পাগলা’র স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানের তত্ত্বাবধানে টিম লিডার এম মোস্তাফিজুর রহমান পেটি কর্মকর্তার নেতৃত্বে গজারিয়া স্টেশনের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে। আটককৃত জাটকাগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। পরবর্তীতে জাটকাগুলো এই উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও স্থানীয় গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান লাইভ জানান আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্টগার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন