শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাঙ্গা-পঙ্কজের এমপি পদের কী হবে?

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

রংপুর-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় পদ হারানোর পর প্রশ্ন উঠেছে তাদের সংসদ সদস্য (এমপি) পদ থাকবে কি না? সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে কোনো এমপিকে দল থেকে বহিস্কার করলে তার সংসদ সদস্য পদ থাকবে না। পঞ্চম জাতীয় সংসদ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর দল থেকে বহিস্কার করায় বেশ কয়েকজন সংসদ সদস্যের আসন শুন্য ঘোষণা করা হয়েছিল।

আইন বিশেষজ্ঞদের কেউ বলছেন, দলীয় পদ থেকে মশিউর রহমান রাঙ্গা ও পঙ্কজ নাথকে অব্যাহতি দেওয়া হলেও তাদের এমপি পদে এর কোনো প্রভাব পড়বে না। তাদের বিষয়ে দল দুটির চ‚ড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কেউ বলছেন তাদের সংসদ সদস্য পদ থাকার কথা নয়। তবে সরকার চাইলে সেটা রক্ষা করতে পারেন।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, সংবিধানে বলা হয়েছে, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সে দল থেকে যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ করেন, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। অথবা তিনি যদি সংসদে তার দলের বিপক্ষে কোনো ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। তাদের (রাঙ্গা ও পঙ্কজ) তো দল থেকে বের করে দেওয়া হয়নি। শুধু দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সংসদে দলের বিরুদ্ধে ভোটও দেননি। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এ বিষয়ে বলা আছে। তাদের সংসদ সদস্য পদ যাবে না।

আরেক আইন বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে কোন কোন ক্ষেত্রে সংসদ সদস্য পদ থাকবে না। আমরা জানতে পেরেছি মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে ও পঙ্কজ নাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের অব্যাহতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারা ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেবেন। ব্যাখ্যা দেওয়ার পর দলীয় ফোরাম চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্যাখ্যা সন্তোষজনক হলে কী পদক্ষেপ, সন্তোষজনক না হলে কী পদক্ষেপ, এর ওপর কোনো তদন্ত বা অনুসন্ধান কমিটি হবে কি না, এগুলো সব পার্টির গঠনতন্ত্রের আওতাধীন। বর্তমানে তাদের যে ইস্যু, তা এখনো সংবিধানের আওতায় আসবে না। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যদি ফাইনালি তাদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন একটি প্রশ্ন উঠবে যে, তাদের সংসদ সদস্য পদ থাকবে কি না। আমি এ মুহ‚র্তে যতটা বুঝতে পারছি, বিষয়টি এখনও সে পর্যন্ত গড়ায়নি। এটি প্রাথমিক স্টেজ। দল ফাইনালি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

এদিকে গত ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তার লিখিত বক্তব্য দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা ১১ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গের অভিযোগে আপনাকে (পঙ্কজ নাথ) বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার লিখিত বক্তব্য আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Sumaiya Tanha ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ এএম says : 0
এ-ই দুজনকেই চট্টগ্রাম টু কক্সবাজার বাসের লাইনম্যান হিসেবে নিয়োগ দেওয়া হউক।
Total Reply(0)
Khan Baba ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ এএম says : 0
প্রকৃতপক্ষে এরা দুই জনই দুষ্কৃতিকারী ।এদের মত চোর, চাঁদাবাজ ও ছিনতাইকারী কোন প্রক্রিয়ায় মহান জাতীয় সংসদের সদস‍্য হয়...? জাতী আজ জানতে চায়।
Total Reply(0)
Talukdar Salahuddin ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ এএম says : 0
তাদের কে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হোক।।
Total Reply(0)
Siraj Haque ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ এএম says : 0
দলীয় নোমিনেশনে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্যের পদ থাকেনা। বহিষ্কারের ব্যাপারে স্পিকারকে লিখিতভাবে অবগত করতে হয়। বিধি অনুযায়ী মশিউর রহমান রাঙা এবং পঙ্কজ দেবনাথের সংসদ সদস্য পদ থাকার কথা নয়।
Total Reply(0)
Bishojite Podder ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩২ এএম says : 0
দল আর রাষ্ট্র এক নয় তাই তাদের রাষ্ট্রের পদ অবশ্যই আছে তা আগামী নির্বাচন এর পর বাতিল হবে!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন