মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণে যুদ্ধ শেষ হবে না: ন্যাটো মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার বলেছেন যে, রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ আপাতত কার্যকর হলেও এতে যুদ্ধ শেষ হবে না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, দেশগুলিকে দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটি যুদ্ধের সমাপ্তির সূচনার সংকেত দেয়নি।

স্টলটেনবার্গ বিবিসি রেডিওকে বলেছেন, ‘এটা অবশ্যই অত্যন্ত উৎসাহজনক যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কিছু এলাকা ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং রাশিয়ান লাইনের পিছনে হামলা চালাতে সক্ষম হয়েছে।’

‘একই সাথে, আমাদের বুঝতে হবে যে এটি যুদ্ধের শেষের শুরু নয়, আমাদের দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত থাকতে হবে,’ তিনি যোগ করেন। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন