রাজধানীর তেজগাঁওয়ে গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় বজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বজেন্দ্র মন্ডল মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার বাসিন্দা। তিনি তেজগাঁও রেলগেট কাঠপট্টি এলাকায় বসবাস করতেন। নিহত বজেন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে বিনয় চন্দ্র মন্ডল জানান, আমার বাবা একজন কাঠ ব্যবসায়ী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় তার বাবা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন