শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অপরাধী শনাক্তে নাটোর আ.লীগের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তিন যুবলীগ কর্মীর লাশ দাফন

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা ঃ নাটোর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে পুলিশ মোঃ আব্দুল্লাহ (২৭), রেদোয়ান সাব্বির (২২) ও সোহেল রানা (২৫) নামে তিন যুবকের উদ্ধার করা গুলিবিদ্ধ লাশের জানাযা গতকাল শহরের কানাইখালী মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন নিহত মোঃ আব্দুল্লাহ’র পিতা হাফেজ মাওলানা মোঃ লুৎফর রহমান। জানাযার আগে সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তৃজা আলী বাবলু ও পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল। সংসদ সদস্য শিমুল তার বক্তব্যে বলেন, আব্দুল্লাহ, সাব্বির ও সোহেল রানা তিনজনই যুবলীগের কর্মী। তারা কোন প্রকার অপরাধে জড়িত নয়। এদের মধ্যে আব্দুল্লাহ’র বিরুদ্ধে নাটোর থানায় একটি মামলাও নেই। তিন আওয়ামী কর্মীর এই নির্মম মৃত্যু আমাদের কাম্য নয়। শনিবার রাতে বোনের বাসা পুঠিয়া থেকে ফেরার পথে তোকিয়া এলাকায় দু’টি মাইক্রোবাসে তাদের তুলে নিয়ে যায়। ঘটনা জানার পরপরই আমি র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রত্যেকটি সংস্থার সাথে যোগাযোগ করেছি এবং কথা বলেছি। তারা তাদের আটকের বিষয়টি অস্বীকার করেন। নিখোঁজ থাকার দুইদিন পরে টিভির স্ক্রলে  আমরা জানতে পারি তিন যুবকের লাশ দিনাজপুরের ঘোড়াঘাটে পড়ে আছে। বিষয়টি জানার পরপরই আমি প্রশাসনের কাছে নিশ্চিত হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করি এবং ঘটনার বিস্তারিত জানাই। প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, তিন যুবলীগ কর্মীর নৃশংস হত্যকা-ের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না। প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চেয়েছি এবং প্রশাসনের কাছে তিনদিনের সময় বেঁধে দিচ্ছি। কারা হত্যা করেছে তাদের বের করুন। তাছাড়া তিনদিন পরে নাটোরের যুবলীগ ও জেলা ট্রাক ও ট্যাংক লরী ইউনিয়নের নেতারা আমাকে বলেছে, গাড়ি-ঘোড়া সব বন্ধ করে দেয়া হবে। কারা, কিভাবে, কেন তাদের হত্যা করলো এই সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। এসময় পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সায়েম হোসেন উজ্জ্বল প্রশাসনকে আল্টিমেটাম ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ওই সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তথ্য প্রকাশ করা না হলে যুবলীগ নাটোরসহ উত্তরাঞ্চলের সব গাড়ী-ঘোড়া বন্ধ করে অচল করে দেয়া হবে। এর আগে সকাল সাড়ে নয়টায় সোহেল রানার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় কালুর মোড়ের একটা চাল মিলের চাতালে। জানাযায়, আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে শহরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এদিকে এই হত্যার প্রতিবাদে নাটোর জেলা ও পৌর যুবলীগ এক বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তৃজা আলী বাবলু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব এবং পৌর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন