পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজধানীর মিরপুর এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত। জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন, শাহ আলী থানা বিএনপির সাবেক সভাপতি পাপ্পু ও ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশে সংঘর্ষের জেরে পুলিশের কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন