শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

 ফতুল্লায় বাবার বকুনির ভয়ে রিমন মÐল নামে এক কিশোর কবুতর বসার খুঁটিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত ১০টায় ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকায় সালাউদ্দিনের তিন তলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহত রিমন মÐল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পগাই গ্রামের লাল মিয়া মÐলের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, রিমন মÐল পাশের বাড়ির এক ছেলের সঙ্গে ঝগড়া করেছিল, তখন ওই ছেলে বলেছে তোমার বাবার কাছে বিচার দিবো। এতে বাবার ভয়ে ছাদে কবুতর বসার খুঁটিতে দড়ি বেধে গলায় ফাঁস দিয়েছে রিমন। প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে।

তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রিমন মানসিকভাবে অসুস্থ ছিল। মৃত্যুর কারন আরো জানতে ময়না তদন্তের জন্য রিমনের লাশ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন