শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

 গৃহবধূ ধর্ষণ মামলায় স্বামীসহ দুইজনের যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন কুমিল্লার আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। পাশাপাশি নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদÐ করা হয়। দÐপ্রাপ্তরা হলেন, কুমিল্লার সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান। তারা সম্পর্কে উকিল শ্বশুড় ও জামাই।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রী দেলোয়ারাকে আসামি আবদুর রহমানের কাছে বিক্রি করে দেয়। বিষয়টা জানতো না স্ত্রী দেলোয়ারা বেগম। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরলে উকিল শ্বশুর আবদুর রহমান দেলোয়ারা বেগমকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন সময়ে পুলিশ আসামি দুইজনকে গ্রেফতার করে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন